ভক্তর দেশ হবে স্বর্গপূরী
সে খোঁজে স্বপ্নের পরী,
তাহার মুখে প্রেমের গান
শুনা যায় গভীর রাত্রি॥


প্রভাত থেকে শুরু করে
পত্রিকা পড়া,
ঘরে টিকে না মন
যায় ছুটে গানের পাড়া॥


ছোটা ছুটি করে সে
দিবা কাটে ব্যস্ততে,
সব কিছু শিখে চলে
পারেনা  সে কিছুতে॥


ভাত খেতে ভালোবাসে
জল খায় কম,
খেলার গল্প মুখে উঠে
যখন তখন॥


স্বপ্ন পূরণ করেই ছাড়বে
ভক্ত এবার সবাই জানে,
সেইতো ঐ দেশের শিল্পী
সে কথা সবাই মানে॥