নদীর বাঁকে ফুল ফুটেছে
ঐ দেখা যায় ছোট্ট গ্রাম,
ছন্দে ছন্দে সুর উঠেছে
স্বপ্নপূরীর নাম॥


কোন সে দূরে একতারা বাজে
মধুর সুরে দেশের গান,
পাখির ধ্বনি কিচির মিচির
মুগ্ধ এই স্বদেশের প্রাণ॥


মন যে ভরাই প্রাণ যে জুড়ায়
বাউলের ভাটির গান,
মাঠে ঘাটে কৃষকের মুখে
এই দেশেরই সুনাম॥