প্রভাত বেলা উঠব আমি
পড়ব ক্লাসের পড়া,
খেলার সময় খেলব মোরা
পড়ার সময় পড়া।


ঐ বাড়িতে ঐ ছেলেটা
পড়ছে সারা বেলা,
খেলা নেই ধুলা নেই
মনে রংঙ্গের মেলা।


ঐ যে দেখ ঐ ছুটে যায়
নীল আকাশের পরী,
ও ভাই খেলা-ধুলা শেষ
চল ছুটে যাই বাড়ি।