আমাদের দেশ হবে স্বর্গপূরী
স্বর্গের ছবিটা আঁকব আমি,
মা আর গ্রাম বাংলার হাসি
সে যেন বাংলাদেশের ছবি।


সেই দেশটা হবে যেন
আমাদের প্রিয় মাতৃভূমি,
আঁকব আমি এমনি দেশেরই
বাস্তব ছবি।


মাঠ হাসবে সোনার ধানে
সুখের ছোঁয়া মনে,
স্নেহ মায়ায় ভাসব মোরা
বাংলাদেশের গানে।


সেই দেশেতে থাকবে না
দ্বন্দ্ব-কলোহ ভাই,
পিতা-মাতা গুরু জন
সমান হবে সবাই।