নবীন বেশে এলো গো আশ্বিন
গা করে শিন শিন,
নব প্রকৃতির হিম হিম বাতাসে
বৃষ্টি ঝড়ে রিমঝিম।


কাঁচা ধান হিম বাতাসে হাসে
শস্যে শস্যে মাঠ ভরে,
বিন্দু বিন্দু শিশির জমে ঘাসে
রুপে-রঙ্গে-রসে বৈচিত্র্যে।


প্রকৃতির ছবি ফুটে উঠে ফুলে ফুলে
শিউলির সুবাস বাংলার প্রাণে,
লক্ষ্মী পেঁচা মিষ্টি গানে গানে
দুর্গা মা আসিবে স্থানে।


এই স্বদেশের চিত্তপট জুড়ে
আশ্বিন এলো গো দেশে,
মাঠ শস্য ক্ষেতকে ভালোবেসে
ঋতুর রানীর বেশে।