প্রেমের গান গাই যে আমি
প্রেমিকা হবে বলে,
ভবের কূলে খুঁজেই মরি
যদি গো দেখা মিলে।


শৈশব গেল কেটে আমার
পুতুল খেলা ছলে,
এখন যেন ফুর্তি যৌবন
এই সাধের দেহে।


নিজেকে আমি কী যে বুঝাবো
গোলাপ ভালো লাগে,
আসে পাশে ঐ কত রূপসী
কেউ আছে না কাছে।


সেই আশাতে জীবন কাটে
কেউ বাড়াল না  হাত,
কেমন করে মিটবে সখী
ভালোবাসার সাধ।