সোনার গাঁয়ের সোনালী মেয়ে
কোথায় তুমি যাও,
সবুজ মাঠ দেখব আমি
শিশির ভেজা পাও।


পরীর মত দেখতে মেয়ে
ছিপছিপে তার গা,
রাঙা ঠোঁটের মিষ্টি হাসি
পাগল করে গাঁ।


সেই গাঁয়েরই তরুণ ছেলে
বাসা বেঁধেছে মনে,
জীবন সাথী করবে তাকে
সে মেয়ে কী জানে?


মাঠ ভরেছে সোনার ধানে
মেয়ের মনে খুশি,
ক দিন পরে দুর্গা পূজা
মেয়ে পেয়েছে ছুটি।