শীত এলো গো ঘরে
চাঁদর মুড়ি দিয়ে,
হিম হিম বাতাসে
কনকনে ঠান্ডা নিয়ে।


চারদিকে কুয়াশা
শীত শীত হাওয়া,
উদাসী বাউল ছোটে
হাতে নিয়ে একতারা।


ছন্দে ছন্দে কণ্ট ধ্বনি
মধুর সুরে গান,
বাউল দল নাচে
বাউল আখড়ায়।


গ্রামের লোক ছোটে
চাঁদার মুড়ি গা,
বাউলের মেলা বসে
রাজার দিঘি গাঁ।