দূর বিদেশে যাব না আর
বাংলা মাকে ছেড়ে,
এ স্বদেশেই তো স্বর্গভূমি
মা জননীর স্নেহে।


এ দেশেতেই জন্ম আমার
মানব কূলে প্রাণে,
নয়ন ভরে প্রাণ জুড়ায়
মাগো তোমায় দেখে।


এ দেশেরই পথের মাটি
আমার চোখে খাঁটি,
মুগ্ধ প্রাণেই সুখের ছায়া
যেন এদেশে বাঁচি।


সে আশাতেই একাকী ভাই
ফিরে এসেছি গৃহে,
বাংলা মাকে খুঁজেই মরি
যদি গো দেখা মিলে।