পিতা মাতা গুরু জন
সর্বদা যে বলে,
পরিশ্রম সৌভাগ্য
সুখের দ্ধার খোলে।


বেকারত্ব যার চিত্র
শেষ হবে তার বৃত্ত,
নিত্যদিন যার ভাব
শেষ হবে তার ভাত।


থাকবেনা ঐ পোষাক
হবে শেষ আশীর্বাদ,
মানুষ কত খাঁটি
বাড়াবে না সাহায্যের হাত।