আমার প্রিয় বাংলাদেশ
আমি তোমায় ভালোবাসি,
জীবনে মরণে সুখে দুঃখে
মাগো তোমার কাছে আসি।


প্রভাত বেলা পাখির ধ্বনি
মধুর লাগে মা জননী,
দোয়েল পাখি কাঁঠাল গাছে
মুগ্ধ আমার দুই আঁখি।


সর্বত্র তুমি অসীম মাগো
এ প্রকৃতির শূন্য প্রাণে,
জালের মত ছড়িয়ে নদী
তোমার কত যে সুনামে।


সুন্দর বন দেখতে শত
সাবর প্রিয় বাঘ মামা,
নদীর তীরে শাপলা ফুল
তুলতে নেই কারু মানা।


সবুজ ক্ষেতে সোনার ধান
দেখে চাষীর মুখে হাসি,
আমরা যেন সবাই ভাই
এই দেশকে ভালোবাসি।