কত সুন্দর এ পৃথিবী
কত মায়াবী এ প্রকৃতি,
এই মহা মানব জগতের সৃষ্টি
এ সব বিধি তোমারই সৃষ্টি।


সবুজ মাঠ ভরে উঠে ফুলে
শস্য ফলে ক্ষেতে,
আকাশের বাতাসের ছোঁয়াই
শূন্য মন আহারেতে ভরে।


সূর্য উঠে সকালের বেশে
পৃথিবী হারায় ব্যস্ততার মাঝে
দিবা কাটে আলো ঝলমলে
রাত্রির আঁধার মিটিমিটি জ্বলে।


এ ভাবে কাটে যেন স্রষ্টা
শত শত মধু কাল,
এ যেন মানব জগতের প্রার্থনা
বিধি তুমি করে দিয়ো ক্ষমা।