যতবার দেখি  তোমার ছবিটি
সেই মনে পড়ে সখী,
প্রাচীন প্রেমের অসীম কাহিনী
তোমার অতীত স্মৃতি।

শত রূপে তুমি শত রুপা ছিলে
ঐ পরীর মত মেয়ে,
তোমার আমার সেকি ভালোবাসা
জনম জনম ধরে।

বুঝিনি তখন ভালোবাসা সখী
বুঝিনি তোমায় আমি,
এখন যে আমি বিশ্ব প্রেমিক
তোমার পরশ খুঁজি।

তোমার আলোয় আলো পেয়েছি
তোমার গুণে জ্ঞানী,
ডায়রী কলম হাতে নিয়ে আমি
তাই হতে চাই কবি।

তোমার মুখটি মনে পড়ে সখী
স্বপ্নে শত বার,
নিত্যপ্রেমে ইচ্ছা গুলো ফিরে দাও
সখী আর এক বার।