শীতের সকাল চারেদিকে
কত কুয়াশাময়,
কত শীতের তীব্রতা,
শীতে নীল আকাশ কুয়াশায়
অন্ধকার হয়।
শীতে মানুষের আসে রোগ
আসে শোক,
শীতের আঘাত হাড়ে বাজে
কনকন!
এই দিকে বৃদ্ধ নরুর মা'র
দুঃখ কষ্টের সীমা নেই।
একশত বছর পাড়ি দিয়েছে
ঘরে নেই একমুঠো খাবার,
নেই পড়নে শাড়ি
নেই শীতের পোশাক।
দারিদ্রের অভাবে সে যায়
দ্বারে দ্বারে শীতের সকালে।
বছরের পর বছর তাকে
ঐ লাঠির উপর ভর দিয়ে,
তাকে যেতে হয় অন্যের
দ্বারে দ্বারে।


জগত্‍ স্রষ্টা নরুর মা'র কি
দুঃখ কষ্টের দিন শেষ হবে না,
এই জীবনে?