সবুজে ঘেরা আমাদের গাঁও
ফুলের সুবাসে ভরা,
ঐ খানেতেই সোনার বাংলা
স্বর্গপূরীর গাঁ।


কত মধুর কত প্রিয়
স্বাধীন সোনার দেশে,
গ্রাম খানি যে স্নেহ মায়া
বিশ্বভূমির প্রাণে।


ছোট্ট গাঁয়ে ছোট্ট আশা
ছোট্ট ছোট্ট ঘর বাঁধা,
সবার প্রাণে স্মৃতি আঁকা
আমাদের গাঁ স্বর্গপাড়া।


সেই গাঁয়ের পথের মাটি
কত মধুর কত খাঁটি,
শস্য ভরা ধানের শোভা
ধন-সম্পদের মণি।


এত মধুর সোনার গাঁও
কোথাও নেইকো ভাই,
আঁখি জুড়ায় প্রাণ ভরাই
স্বর্গপূরীর সেই গাঁও।