হঠাত্‍ দেখা সে দাড়িয়ে ঐ
স্টেসনের পাশে,
আঁখিতে আঁখি কথা দুজনে
দু'মিনিটের জন্যে।


হলুদ বণ দেখতে মেয়ে
টানাটানা দু চোখ,
ঠোঁটে তাহার স্বর্গের সুখ
ফর্সা তার ঐ মুখ।


সেই সময় যে ল্হইশেল
উঠি আমি দৌড়ে,
চোখে আমার স্বপ্ন ভাসে
টেনসন যে মনে।


সেই মুহূর্তে ব্যাকুল আমি
ছটফটানি মনে,
কোথায় গেল এক পলকে
দেখি চলন্ত ট্টেনে।


সে যে আমার পাশে দাড়িয়ে
নিশ্বাস নিচ্ছে জোরে,
বলল হেসে হাতটি রেখে
আমরা কত কাছে?


শরীর কেঁপে উঠল যেন ছটফটানি বুকে,
দু'দণ্ত্ত শান্তি দিয়েছিল সে
মুখোমুখি দাড়িয়ে।