শান্তি নেইকো মনের মাঝে
ঘুম নেইকো চোখে,
অশান্তি এলো আবার ফিরে
মিথ্যা লীলার বেশে।


একলা গৃহে বন্দি জীবন
বাহিরে যেতে  ভয়,
ক্কটেল বোমা বিস্ফোরণ
মানুষ পুড়ে ক্ষয়।


জগত্‍ কূলে মহা আতঙ্ক
দেশেতে এলো দ্বন্দ্ব,
পিপীলিকার হাতে জীবন
মারছে দেখো ভন্ড।


ক্ষুধার জ্বালা পেট কাঁদছে
কাজ নেইকো দেশে,
রাস্তার ধারে পথের দ্বারে
মানব শ্রেনী ভাসে।


স্বদেশ তুমি স্বর্গভূমি
আজ হয়েছো খুনি,
তোমার জন্য প্রাণটা কাঁদে
এ কি স্বাধীন তুমি।