যুদ্ধের মতো দ্বন্দ্ব যেন
--দেশে হয়েছে শুরু,
সত্‍ মানুষ ঘরের কোণে
--টোকাই আজ গুরু ।


চলছে দেশে এমনি খেলা
--রাস্তার মোড়ে মেলা,
আগুন জ্বলে ক্কটেল ফুটে
--সকাল সন্ধ্যা বেলা ।


হই চই ঐ শুনা যায়
--পুলিশ দেয় তাড়া,
গুলি করে গ্যাস প্রে করে
--চোখ যে করে জ্বালা ।


এটা কি ভাই স্বাধীন দেশে
--আমাদের ঐ বাসা,
কাজ নেইকো কর্ম নেইকো
--বেকার বসে থাকা ।