এ ধরনিতে বাস্তব যেন
এক জীবন্ত ছবি,
কখনো দুঃখ কখনো হাসি
অতীত তুমি স্মৃতি ।


অতীত স্মৃতি মনে পড়ে ঐ
হঠাত্‍ ভাসে চোখে,
বৃষ্টি ঝড়ে নয়ন কাঁদে
তোমার ছবি আঁকে ।


বোঝেনা মন অতীত তুমি
জীবন গতিময়,
ভাঙ্গা আর ঐ গড়া নিয়ে
স্বপ্ন হবে জয় ।


তবু জীবনে অতীত তুমি
কেন ঐ ফিরে আসো?
আমার প্রাণে তোমার ছবি
কষ্টে আছি দেখো ।


!!! সুপ্রিয় বন্ধুরা, আমার প্রথম কাব্যগ্রন্থ
" আমাদের দেশ "
অমর একুশে বই মেলা ২০১৫'ইং প্রকাশিত হতে যাচ্ছে !!!