মধুর সুখে নয়ন ঝরে
মাটির শূন্য দেহে,
মনের ব্যথা  লুকিয়ে রাখি
মুখের হাসি রেখে।


অবুঝ অশ্রু শুনে না কথা
সে গড়ে গড়ে পরে,
কণ্ঠে আমার নিরব ধ্বনি
মিতা কি?কিছু না রে?


বিশ্ব ভূমি লাজুক আমি
মনের ছিল ভুল,
কালবৈশাখী'র ঘুর্ণি ঝড়ে
ফুটে ছিল ঐ ফুল।


বুঝিনি আমি ঊর্ধ্ববেগে
প্রেমের ওই ফুল,
ক্লান্ত জীবন নব যৌবন
আমার ছিল ভুল।