স্বপ্ন স্মৃতি মাঝে ঐ হারিয়ে যাব
নীল পরীদের দেশে,
স্বপ্ন ডানা ঐ মেলিয়ে দিব
আকাশ কুসুম ভেবে।


আম কাঁঠালের এই মিষ্টি দেশে
রঙ্গিন স্মৃতি এঁকে,
পথ ভোলা মন দিশা খুঁজে পাবে
নীল পরীদের দেশে।


নীল আকাশের সে মেঘের দেশে
ছুটব আমি ঐ হেসে,
সাত সুমুদ্র এ দেশ পাড়ি দিব
স্বর্গের সুখ খুঁজে।


শত শত দেশ আমি যাব ভাই
এমন গভীর ঘুমে,
আকাশ কুসুম ওই ভেবে ভেবে
সে রুপকথার দেশে।


লেখাঃ ২৮/০১/২০১৫ রাতে।