আবেগে জীবন চলে না,
তোমায় আর তুমি বলা হলো না॥


আবেগের তাড়নায় আমি,
তুলতে গিয়েছি ঐ শাপলা ফুল
তুলতে গিয়েছি ঐ পদ্ম ফুল।
কিন্তু জানা ছিল না ঐ পদ্ম কাঁটায়,
এত তীব্র বিষ হয়॥


আবেগে জীবন চলে না,
তোমায় আর তুমি বলা হলো না॥


আবেগের তাড়নায় আমি,
ঐ দেখতে গিয়েছি স্বর্গের দেশ
ঐ ধরতে গিয়েছি প্রাণ পাখি।
কিন্তু জানা ছিল না পাখি,
এমন নিষ্ঠুর হয়॥


আবেগে জীবন চলে না,
তোমায় আর তুমি বলা হলো না॥


লেখাঃ ২৮/০১/২০১৫