যৌবন জল আমার দেহে
শরীর টকবক,
মন থাকে না এককী ঘরে
করি যে বকবক।


কোথায় ছুটি সে হাওযাতে
অস্থির হয়ে উঠি,
অতি গোপনে কী স্বপ্নে
সুখের সাধ খুঁজি?


তরুণ প্রাণে তুফান বৃষ্টি
হঠাত্‍ দিল শান্তি,
ঐ যৌবন ছাড়ে না পিছু
দু'চোখে আসে ক্লান্তি।


হৃদয় মাঝে শত দুষ্টামি
এ কি যৌবন তুমি,
তরুণ প্রাণে আঁধার ভূমি
নিবির স্বপ্নে গ্লানি?