তৃষা প্রাণে আমার গানে  
মনের কথা যা ভেসে মনে,
আকাশের পাণে বাতাসে ভেসে
সখীর কানে কানে।


পাগল মন বোঝেনা কিছু
উদাস সুরে যাই,
সাত সমুদ্র তের নদীর
সুরের মোহনায়ই।


ঝুমুর ঝুমুর নুপুর বাজে
মন করে হায় ব্যাকুল,
সেই গানের প্রেমের নেশা
পাগল হয় রাতুল।


কেউ বোঝেনা মনের কথা
প্রেম বেঁধেছে বাসা,
আমার গানে ব্যথার সুরে
রঙ্গিন প্রেমের ভাষা।


লেখাঃ ১০/০২/২০১৫