এলোমেলো মনে হালকা  হাওয়া
মন টিকে না যে গৃহে,
তোমার মুখটি মনে পড়ে সখী
দিন রাত্রি স্বপ্নে।


দুই চোখে সে কী নিশা বাল্যপ্রেমে
আগে যে বুঝিনি সখী,
আমার নয়নে প্রেমের দীপ্তি
উদাস পাগল ঘুড়ি।


এ বয়সে চোখে স্বর্গের সুখ
দু'জনের দুই মনে,
স্রষ্টা যদিও  মিস্ করে কথা
মিস্ করবে না ওসে।


নব প্রেমে কী যে মজা দুই ঠোঁটে
গোপন যে বাঁধে বাসা,
দৈহিক মিলন থাকে না সে প্রেমে
থাকে শুধু ভালোবাসা।


তাইতো সবাই ভালোবাসা খোঁজে
সেই বাল্যকাল থেকে,
দিবস-রজনী স্বপ্ন দেখে
মন মানুষকে ভেবে।


লেখাঃ২০/০২/২০১৫