মন বোঝে না প্রাণ কাঁদে
মাগো তোমার কথা মনে পড়ে,
আঁখি ঝড়ে বৃষ্টি পড়ে
তুমি নেই পাশে ।


ঐ সময় একলা আমি ঘরে
শূন্য জীবন শূন্য পৃথিবী,
কেউ নেই ব্যথার ভাগী
কাঁদে চিত্তপট কাঁদে আঁখি ।


দু'চোখে ভাসে শৈশব স্মৃতি
মনে পড়ে প্রিয় জন্মভূমি,
সেই ছোট্ট সোনার গাঁ-খানি
আমার স্বর্গভূমি ।


ঐ খানেতেই থাকো তুমি
সবুজ-শ্যামল বেশে,
মনে পড়ে তোমায় জননী
এই স্নেহ মায়ার দেশে।


তুমি যে মাগো কত প্রিয়
আমার বিশ্বভূমি,
মনে পড়ে মাগো তোমায়
সারা দিবস-রজনী ।


কবিতাটি আমাদের দেশ কাব্যগ্রন্থে প্রকাশিত।অমর একুশে বইমেলা-২০১৫।