মনের সাথে মন মিলেনি
পাইনি প্রেমের দেখা,
আশে পাশের ফুল কলিরা
হৃদয়ে দেয় ব্যথা।


ইচ্ছে জাগে মন হারাতে
ভেবে না পাই কূল,
ভবের বাজার কিনতে যাবো
ভালোবাসার ফুল।


দেখি গিয়ে রঙিন খেলা
প্রেম কী শুধু লীলা?
স্বপ্ন কথা ভবিষ্যত্‍ পরিকল্পনা
বসেছে পাগলের মেলা।


হাজার দৃশ্য বাস্তব চিত্র
নীল সাগরের মিলন মেলা,
রঙ্গে রঙ্গে রঙিন দেশ
সবাই বলে খেলা।


হায় রে প্রেম! কোথায় তুই
আমি যে এখনো একলা?
মনের দামে কিনব আজ
প্রেমের ছলনা।


বড়গোলা,বগুড়া।
লেখাঃ ২১/০৩/২০১৫