আমি এক অন্ধাকার পৃথিবীতে ছিলাম
একুশ বছর ধরে প্রেমহীন জগতে,
আমার আঁখিতে স্বপ্ন এঁকে দিয়েছিল
হঠাত্‍ এক কুমারী মেয়ে।


হালকা ফুলের হলুদ শাড়িতে
দেখতে ঠিক সুদর্শনা ছিল,
প্রজাপতি ডানা মেলিয়ে দিয়ে
সে প্রেম যমুনার ঘাটে এসেছিল?


ফুল ফুটেছিল যৌবন হাওয়ায় বেশে
উতলা সেই যমুনার ঘাটে,
দেখেছিলাম আমি প্রথম তাকে
রঙিন নীড় এঁকে   ভালোবেসে?


রেখেছিল সে হতে হাত বাতাসে হেসে
এই আম কাঁঠালের দেশে?
তাহার দুই পৃথিবী আমি দেখেছি ঘুরে
সে আমাকে নিরবে কাছে ডাকে?


সন্ধ্যা নামে পৃথিবীর বুক চিড়ে
সব সম্পর্ক শেষ হয় অন্ধকার রাতে,
সব প্রেমিকা ঘরে ফরে আঁধার নামে  দেশে
শুধু কিছু স্মৃতি হৃদয়ে থাকে---এই জীবনে?
  
লেখাঃ ১২/০৩/২০১৫