পশ্চিম পাড়া রবির বাড়ি
পথের ধারে ঘর,
এ গ্রাম হতে ও গ্রামে চলে
সারাটি জীবন ভর।


মাটির বাড়ি মাটির ঘর
তেতুল গাছের ছায়া,
বড় ভাই গ্রাম ছাড়ল
মারা গেল ওর বাবা।  


কোথায় গেলে সুখী হবে
জানে না আর কেউ,
প্রথম বিয়ে করল শেষে
বেরিয়ে গেল ওর বউ।


দুইটি মেয়ে জন্মে ছিল
প্রথম স্ত্রীর কোলে,
সুখের সংসার বেশি দিন
সয়লো না তার কপালে।


স্ত্রী তার মেয়ে দুটি নিয়ে গেল
সুখের ঘর ভেঙে গেল,
গ্রামবাসী ওকে ভালোবেসে
আবার দ্বিতীয় বিয়ে দিল।

কষ্টের মাঝে নয়া জীবন
নতুন করে শুরু,
দুষ্টু লোক বন্ধু সেজে
সেই আবার হলো গুরু।


হঠাত্‍ করে বদলে গেল
রবির বাড়ির কাম,
দুষ্টু লোকের প্রত্যারণায়
ছাড়ল রবি গ্রাম।
  
লেখাঃ ২৩/০৭/২০১৫
--- বগুড়া।