এটা রূপকথার গল্প না সত্যি
জানি না কিন্তু আমি,
মানুষ কেন স্বপ্ন দেখে
জানো কি সখী তুমি?


মানব প্রকৃতি প্রেমে পরে
জন্ম হলে মৃত্যু হবে,
কি আছে ঐ দু ঠোঁটে
কী আছে ঐ দেহে?


কেউ বা হয় দেবদাস প্রেমে
কেউ বা হয় পাগল,
কেউ বা আবার কাব্য লিখে
ঐ ঝাঁকরা চুলা বাদল ।


একটু স্পর্শ হাতছানি দেয়
পাগল দুনিয়া,
দুটি মন স্বপ্ন দেখে
হাওয়ায় উড়িয়া ।


কার দেশেতে উড়ে বেড়াই
নিজেই জানি না,
এটা রূপকথার গল্প না সত্যি
সখী তুমি বল না?


লেখাঃ ০১/০৮/২০১৫
----- বগুড়া ।