সুবর্ণা,না আর বলো না
দু'চোখে স্বপ্ন দিব এঁকে,
একবার ভালোবাসি বলো না
তোমাকে রাখিব প্রিয় বুকে ।


এতো দিন কোথায় ছিলে তুমি
কোন মেঘের মায়াতে,
আমি এক আঁধার জগতে ছিলাম
কখনো ভাবিনি দেখা হবে ট্টেনেতে ।


হালকা বাতাসে তাহার রেশমী চুল
পড়ছে আমার চোখে মুখের পর,
অজানাতেই বাঁধনু দিলে
ভালোবাসার ঘর ।


চাঁদের মতো দেখতে সে মুখ
আঁধার ঘরের আলো,
এক পকল দেখেই আমার
স্বপ্ন হারালো ।


যে মাঝি মাঝ সমুদ্রে পথ
হারিয়ে ফেলেছিল একা,
হঠাত্‍ সে খুঁজে পেল পথ
নতুন রথের দেখা ।


চর্তুর দিকে কত মানুষের ভিড়
ট্টেনে আমি ও সুবর্ণা পাশাপাশি,
দুই ঘণ্টা ধরে গল্প কথা
অবশেষে সে বললো ভালোবাসি ।


লেখাঃ ০২/০৮/২০১৫
----- বগুড়া ।