এ নয় রুপকথার গল্প
যেন বাস্তব সত্য,
নিত্যপ্রেমের ইচ্ছে ছিল
জীবন নীল কাব্য ।


বুঝিনি আমি বহুবার
প্রেমের স্থায়ী সাধ,
স্বপ্নগুলো হাজারো চঞ্চল
স্বপ্না বাড়ালো হাত ।


বর্ষার রাত্রি উতলা ভ্রমর
ব্যাকুল সিন্ধুর জল,
নিস্তদ্ধ শান্ত রূপসী পদ্মায়
মিসে গেল সে জল।


চারদিকে অন্ধকার মনে হয়
ধু ধু পৃথিবী!
স্বপ্নে কাটল সারা রাত
শুধু নির্জন সাক্ষী ।


লেখাঃ০৪/০৮/২০১৫ ইং
----- বগুড়া ।