দাদুর মুখে শুনেছি আমি
বঙ্গবন্ধুর স্মৃতি কথা,
অগ্নি পুরুষ ছিলেন তিনি
এই দেশের পিতা।


ঊনিশ একাত্তর শক্রপক্ষ যখন এ স্বদেশ
ছিনিয়ে নিতে চায়,
মুজিব বলে কৃষক শ্রমিক জেলে ভাই
আয় রে তোরা আয়।


দে রক্ত নইলে শক্রপক্ষ আমাদের
এ স্বদেশ দখল নিতে চায়,
আজ এসেছে সময় শক্র হননের
আয় রে তোরা ছুটে আয়।


তার ঘোষণা পত্রে সমগ্র স্বদেশে
মুক্তিযুদ্ধ শুরু হয়,
তিনি বলেন অন্যায়ের দিন শেষ
দিন শেষ জুলুমের।


স্বদেশ মাতাকে ছিনিয়ে নিতে
নরপশু এসেছিল যারা,
দেশের বীর ছুঁড়েছিল তীর
পরাধীন হয়েছিল তারা।


লেখাঃ ০৬/০৮/২০১৫
----- বগুড়া ।