ভালোবাসা তুমি এক ফুটন্ত লাল গোলাপ
যা কঁচি কঁচি জীবন্ত চারা গাছের প্রাণে বেশি ফুটো,
তাদের মনে প্রাণে নতুন ডালে ডালে
কখনো সুখের ছোঁয়ায় কখনো দুঃখের আঁধারে ফুটো।


জীবন শুধু একটি চারা গাছ মাত্র
আমরা কেউ জানি না তার জীবন্ত ইতিহাস,
মরে গেলে সে তো ফুরে যায়
কিন্তু বেঁচে থাকলে ওর উড়িবার সাধ।


সাত সমুদ্র তের নদী
সে মন পাখি দেয় শূন্য ছোটাছুটি,
ঐ আকাশে উড়ে ঐ বাতাসে উড়ে
স্বপ্নে'রা দেয় উঁকিঝুকি ঐ সুদূরে হাতছানি।


সে গাছের ডালে পাতাগুলো নিষ পাপ সরল মনের মতো সবুজ দেখায়
যেন মানুষের বাস্তব জীবনের মতো,
কতো দুঃখ কতো কষ্ট লুকিয়ে আছে ঐ গাছ রূপে দেহে
রক্তাক্ত লাল গোলাপের মতো শত শত ক্ষতো।


কিন্তু কেউ জানে না কেউ বুঝে না
সেই গাছের মনে ভাষা তার কতো গোপন বাসনা,
তাইতো বাস্তব জীবনে  কেউ বা হাসে কেউ বা কাঁদে
জীবন শুধু যেন এক অমর সাধনা।


লেখাঃ১০/০৮/২০১৫
----- বগুড়া ।