যদি কখনো পাই স্থান
তোমাদের এ হৃদয়প্রাণে,
সে স্বপ্ন আমার প্রাণে
ক্ষুদ্রজীবনে সৃষ্টি গানে।


ফুটাবো আমি পুষ্পকলি
নবীন দেহে এ সংগীতে,
সুখ-দুখের সে কব্যেরসে
সৃষ্টিকর্তা এ পৃথিবীতে।


সে কাব্য তুলে নিও দু'হাতে
ছন্দসুরে জীবনগানে,
যদি একটু সুধায় মনে
গাঁথিও মনে তোমার প্রাণে।


কাব্যসাধনা আমার মনে
জন্ম-মৃত্যু প্রভুর দান,
এ জীবন্ত হৃদয়মাঝে
যদি কখনো পাই স্থান।


ছন্দঃ মাত্রাবৃত্ত=৫+৫
লেখাঃ১২/০৮/২০১৫
----- বগুড়া।