নারী তুমি অসীম শিল্পীর দীপ্তি
অর্ধেক কল্পনা
অর্ধেক সে স্মৃতি,
কখনো ফুটন্ত এক রূপসীকলি
রূপে বর্ণে গন্ধে পুরুষের তৃপ্তি।


তোমার ঐ রূপে পুরুষের ধ্বনি
শতগুঞ্জন শুনেছি যে আমি,
কত মানবমুখে যৌবনের বৃষ্টি
জীবন্তগল্প শুনো নি গো তুমি।


পৃথিবীতে শুধু তোমার সে কাহিনী
কাব্য গান কবিতা শিল্পীর প্রতিভা,
এসব সৃষ্টিতে তোমারই স্মৃতি
ধর্মগ্রস্থ বলো মহাগীতা সবিতা।


তুমি মমতাময়ী তুমি ছলনাময়ী
দু'চোখে কি লজ্জা জীবন্ত সজ্জা'
স্রষ্টারসৃষ্টি অধীন পাখি তুমি
তুমি কবির কাব্য মানবকল্পনা।  


ছন্দঃমাত্রাবৃত্ত=৭+৭
লেখাঃ১৩/০৮/২০১৫
----- বগুড়া ।