মুক্ত মনের স্বাধীন পাখি
গাই আমি শত জীবনের গান,
দুঃখসুখের মহাকাব্য লেখি
সকল কবির প্রাণের সে গান।


অসীম আকাশে মধুর ছন্দে
ভরে দিলো যারা মানুষের প্রাণ,
গল্প কবিতা ক্ষুদ্ররচনায়
তাদের সৃষ্টি জীবনের গান।


জন্মমৃত্যু বা প্রেম ভালোবাসা
দুঃখ-কষ্ট মনের কান্না,
দেশে-বিদেশের সে স্মৃতি কথা
এ সব নিয়ে সে অমর রচনা।


কেউ বা শুধু কবিতা সাধক
কেউ বা গল্প বা রম্যরচনা,
সবার কলমে সে একি বাসনা
মুক্তকণ্ঠে জীব বন্দনা।


ছন্দঃ মাত্রাবৃত্ত=৬+৬
লেখাঃ১৬/০৮/২০১৫
------ বগুড়া।