এই যে অসীম স্বদেশভূমি
তুমি যে আমার স্বজনভুমি,
এই নিশ্বাস এই প্রশ্বাস
মা জননী তুমি এ বিশ্বভুমি।


এ মাটি আমার অঙ্গশরীর
চিরবন্ধন স্বদেশপ্রীতি মা,
শুধু এ মুখে তোমার সে ভাষা
এই স্বাধীন বাংলা আমার গাঁ।


তোমার এ বুকে কী স্নেহ-মায়া?
জুরাই হৃদয় জুরাই এ প্রাণ,
আকাশে বাতাসে স্বর্গেরসুখ
মা জননী তুমি আমার এ প্রাণ ।


সীমার মাঝে কী অসীম মা তুমি?
আমার ছোট্ট এ জন্মভূমি,
তোমার এ কোলে মা জন্মমৃত্যু
তুমি যে আমার এ স্বর্গভূমি।


ছন্দঃ মাত্রাবৃত্ত=৬+৬
(অপূণপর্ব ২ মাত্রা)
লেখাঃ ১৭/০৮/২০১৫
----- বগুড়া।