বয়সের স্রোতো এ জীবন কখনো হারায় বসন্ত সাগরে
একাকী জীবন্ত যৌবন ঘরে আকাঙ্খার দ্বীপে,
সেখানে সূর্য উঠে সন্ধ্যা আসে ফিরে ঘরে
অন্ধকার পৃথিবী সিদ্ধুরজল ব্যাকুল দূরন্তরূপে।


ঐখানে মানুষ পাখিরডানা মেলেদেয় হাজার স্বপ্নেএঁকে
কল্পনা আমাকে ছাতছানি দেয় মিষ্টি সুরে,
একাকী ডাকে দ্বীপের কাছে এ বাস্তব জীবনে?
সেখানে ভ্রমরীর গুঞ্জন শুনেছি আমি একান্ত দূরে।


এ মাটির দেহে মাটির ফুল ফুটে প্রকৃতির রূপে
সে ফুলের সুগন্ধে মুগ্ধ হয়েছি আমি কতোকাল,
মনের অবেগে শিশির ঝরে ক্লান্ত নিশিদুপুর
কে রাখে কার সন্ধান এ জীবনে সব ভুল?


মুছেগেল সব সম্পর্ক সমুদ্র জলের স্রোতোর মতোন
দু'জনের সব স্বপ্নকথা থাকল শুধু গোপন,
কোথায় সে আজ জ্বলন্তবাসর করে আয়োজন?
সব লেনদেন শেষ আজ তারসাথে এ ব্যস্ত জীবনের মতোন।


লেখাঃ ২৯/০৮/২০১৫
------ বগুড়া।