শতকোটি বছর আগে এসেছি আমি এই পৃথিবীর হাতধরে
জানি না কোন সে মায়ার  টানে এ জগতে?
সেখানে, সকাল হয় সন্ধ্যা ফিরে আসে নীড়ে
ব্যস্তজীবন চলে শুধু নিজের আপন স্বার্থে।
.
ঐখানে সবাই স্বপ্নডানা মেলে দেয়
কত না রঙিন স্বপ্ন এঁকে নিজের সুখ খোঁজে,
সেখানে,কেউ বা রাজা হয় কেউ বা প্রজা হয়
আবার কেউ বা চির-শান্তির ঘুমে চোখ বোজে।
.
কী পেলাম আমি এ সুন্দর ভুবনে?
প্রাণফড়িং সেতো আমায় পর করে উড়ে গেল চলে,
তবু অতীত স্মৃতিগুলো আমাকে হাতছানি দেয় পিছনে?
অবশেষে জীবনেরগল্প শেষ কত না অশ্রুজলে।
.
কে রাখে কার একান্ত খবর?
ব্যস্তজীবন চলে এ জীবনের মতোন,
কারু শোক দুদিনে চলে যায় কারু বা দুবছর পর
এই ভাবে যুগযুগ ধরে চলছে এ বাস্তবজীবন।
.
কবিতাটি লাঙল যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত।অমর একুশে বইমেলা-২০১৬।