তোমার মুগ্ধুরূপে উঠল জেগে
সুপ্ত আঁধার ঘরে চাঁদ,
আমার অঙ্গশরীর উঠল লেফে
দু'চোখে আকাঙ্খার স্বাদ।
.
কী আছে ঐ তোমার মাংসদেহে?
কী আছে ঐ দু'ঠোঁটে?
শিশির বিন্দু দুলছে নেচে
নরম তুলার খাটে।
.
আঁধার ঘরে জোনাক জ্বলে
ঝিঁঝিঁ পোকার শব্দ,
টিপটিপ করে শিশির ঝরে
দু'দেহে শুধু মাংসের গন্ধ।
.
ধুধু করে আমার সমগ্র চারদিক
সাড়ে তিনহাত ভূমির স্বপ্ন,
একটু পরে মহাপৃথিবী বড়ক্লান্ত
সবেশেষ যুবকের গল্প।
.
কবিতাটি লাঙল যৌথ কাব্যগ্রন্থে প্রকাশিত।অমর একুশে বইমেলা-২০১৬।