(১)
আবার যদি ফিরে পেতাম
কিশোর বেলার জীবন,
বালু মাটির ঘর বানিয়ে
খেলতাম ইচ্ছে মতন।
.
লুকোচুরি খেলতাম আবার
বন্ধুরা সব মিলে,
মনের সুখে ঝাঁপ দিতাম
পদ্ম দীঘির জলে।
.
ফড়িং ধরতে যেতাম আবার
সোনালী ধানের ক্ষেতে,
রঙিন ঘুড়ি উড়িয়ে দিতাম
আনন্দতে মেতে।
.
(২)
আবার যদি ফিরে পেতাম
কিশোর বেলার জীবন,
রং তুলিতে আঁকতাম ছবি
মনের ইচ্ছে মতন।
.
দুষ্টুমিতে হারিয়ে যেতাম
আমরা দুজন একা,
ফুল বাগানে সকাল বিকাল
করতাম আবার দেখা।
.
পুতুল খেলার কিশোর জীবন
আবার যদি পেতাম,
বকুল ফুলের মালা গেঁথে
তোমার গলায় দিতাম।