হাজার মাইল পথ পেরিয়ে
এসেছে অতিথি পাখি,
নদী-নালা খাল-বিলে যে
ওদের দেখে জুড়াই দু'আঁখি।
.
ঝাঁকে ঝাঁকে পাখির সারি
উড়ে আকাশ জুড়ে,
ইচ্ছে হলেই ছুটে তারা
আবার অনেক দূরে।
.
অতিথি পাখির কোলাহলে
সাজে বাংলার প্রকৃতি,
জলাশয়ে মাছ পায় বৃদ্ধি
ওরা যে আমাদের অতিথি।
.
মনের সুখে গাইছে পাখি
কিচিরমিচির গান,
দুষ্টুলোক ফন্দি করে আহা!
নিচ্ছে তাদের প্রাণ।
.
দুপচাঁচিয়া,বগুড়া।