আজকে তোমায় পড়ছে মনে
পড়ছে মনে ফাগুন দিন,
তোমার আমার প্রথম দেখা
প্রথম প্রেমের জন্মদিন।
.
ফুল ফুটেছিল কৃষ্ণচূড়ার ডালে
কোকিল ডেকেছিল মনের গভীরে,
তুমি আমার হাতটি ধরেছিলে
উতলা ঝর্নার ধারে।
.
মিষ্টি রোদের দুষ্টু কথায়
দু'জনার কেটেছিল সারাবেলা,
ফুলে ফুলে মৌমাছি জোড়া
করছিল লুকোচুরি খেলা।
.
হরেক ফুলের রঙ মেখেছিল
প্রজাপতির দল,
আমি শুধু চেয়েছিলাম তোমার দিকে
আমার দু'চোখে নেমেছিল ঢল।
.
তোমারও দু'চোখে অশ্রু টলমল করছিল
লজ্জায় লাল হয়েছিল কৃষ্ণচূড়া ফুল,
হঠাত্‍ করে বদলে গেল দুটি নদীর গতিপথ
স্রষ্টা কী ছিলো আমাদের এত ভুল?
.
আজকে তুমি কোথায় আছো
একলা ফাগুন দিন,
তোমার কথা পড়লে মনে
আজো হয় আমার নিদ্রাহীন।
.
হঠাত্‍ করে ভেসে উঠে হৃদয় ক্যানভাসে
দু'চোখে আঁকা সেই ছবি,
পশ্চিম দিগন্তে যাচ্ছে ডুবে
তোমার স্মৃতি আঁধার করে রবি।
.
১০ ফেব্রুয়ারি,২০১৭
দুপচাঁচিয়া,বগুড়া।