যে দিন আমার হবে চিরো বিদায়
পঞ্চভূতের দেহ পুড়ে হবে ছাই।
মায়ার সংসার হতে নিয়ে বিদায়
নিল হবো শ্মশানের নির্জনতায়।


সেদিনো উঠবে রবি নীল আকাশে
ফুলেরা গন্ধ ছড়াবে মৃদু বাতাসে-
পাখি সকল গাইবে বনে বাগানে,
রবেনা স্থবিরতা প্রকৃতির প্রাণে।


কত ফুল ফুটে ঝরে, এ ধরনীতে
কত স্মৃতি মুছে যায় সময়-স্রোতে
নতুন এসে দাঁড়ায় পুরাতুন হতে,
আমি এক 'শূন্য মাত্র' কালের পথে।।