দেহ বলে যারে জানো
তারে ভেবে আয়না-
দিব্য চোখে চেয়ে দেখো
নিজেরে যাবে চেনা।
আমিত্ব দূর করে দাও
অহং নাস করে
আমার বলে নেই কিছু
ভাবো অনাসক্ত অন্তরে।
দেখিবে এই নিখিল জগত্
যে শক্তিতে চলে,
সে শক্তি তোমারি মাঝে
নিত্য খেলা করে।
তখন সত্বা তবো স্বচ্ছ হবে
আত্মাজ্ঞ হবে মন
শান্তি ভঙ্গ হবেনা কিছুতেই
আনন্দে কাটিবে জীবন।