কেন সখা আকুল সুরে বাঁজাও মহন বাঁশি
বাঁশির সুরে পাগল হলে; লোকে বলে সর্বনাশী।।
ভরা কলস শূণ্য করে যাই যমুনার কুলে
তোমার নয়নে নয়ন রাখি লোক-লজ্জা ভুলে।।


কেন সখা প্রেম শিক্ষাইলে মন করিলে চুরি
আমার মাঝে নেইতো আমি তোমায় খুঁজেফিরি।
থাকলে প্রিয়, কাছে তুমি যেন বেঁচে থাকি
মনটা চায় তোমারে সদা আঁচলে বেঁধে রাখি।।


কেন সখা প্রেমের সুতোয় বাঁধলে হৃদয়-মন
ভালোবেসে নামটি তোমার জপি সারাক্ষণ।
প্রেম সাগরে দিয়ে ডুব করেছি বুঝি ভুল
বিরহ-মিলনে ভাসি আমি পাইনা খুঁজে কুল।


কেন সখা চিরতরে তোমায় কাছে পাই না
লুকোচুরি প্রেম-বিলাস শুধুই বাড়ায় যাতনা।
যখন তুমি থাকো পাশে আঁধার দূরে রয়
তুমি বিনা একটি ক্ষণও মরণ মনে হয়।।