আমায় দেখে কেউ হেসো না
আমি জোকার নই
আমিও মানুষ রক্তে মাংসে গড়া
তোমাদের মতই।।


আমারও আছে; স্বপ্ন, আশা-
দুঃখ, কষ্ট, ব্যাথা;
তবুও তোমরা বোঝনা আমায়
এ কেমন মানবতা???


কেন করো অকারণে
এত অপমান
ঘৃণা আর বঞ্চনা করো-
করতে পারনা সন্মান।।


সমাজ হতে রেখেছো দূরে
ক্ষুধা থেকে নয়
কর্ম ক্ষেত্র তোমাদের দখলে
আমরা নিরুপায়।।


একটু হাসির খোরাক জমালে
তবেই খেতে দাও
হাসির আড়ালে... জীবন যন্ত্রণা
দেখতে কি পাও???


আপন ঠিকানা  আপন জন ছেড়ে
ভাসি কূলে কূলে
শূণ্য জীবনে পূর্ণতা আসেনা
সময় কাটে ছলে।।


রচনাকাল: ২১/০৩/২০২২
চৌহালী, সিরাজগঞ্জ।।