আমি ভালোবাসি
জগতে্র কল্যাণে নিবেদিত-
হিন্দু,মুসলিম,খ্রিষ্টান সহ-
বিশ্বে প্রচলিত প্রতিটি ধর্মের-ধর্মকে।
কারণ, ধর্মের ধর্ম;-
কাউকে মিথ্যা বলতে বলে না
কাউকে চুরি করতে বলেনা
কাউকে হিংসা করতে বলেনা
কাউকে হত্যা করতে বলে না
নিজের মত; অন্যের উপরে চাপাতেও বলেনা।
আমি ভালোবাসি
সেই ধার্মিক কে
যে ধর্মা অন্ধ নয়,ধর্মের ধারক মাত্র।
যার হৃদয়ে বিধাতা আর বাহিরে একাত্মতা,
যার জীবন করুণা আর স্নেহের প্রতীক;
যার চোখে বিভেদ নেই-
আছে শুধু প্রেম আর ভালোবাসা;
সে জানে পথ ভিন্ন ভিন্ন হলেও গন্তব্য এক।
সে এও জানে ধর্ম বর্ণ নির্বিশেষে;-
সবার লক্ষ্য একটাই,পরম করুণাময় বিধাতা।