মেঘের ভেলায় ভেসে যখন
শরৎ চলে য়ায়,
নবান্নের ঋতু  হেমন্ত কাল
তখন শোভা পায়।


হেমন্ত কালে নিরব প্রকৃতি
হরেক ফুলে সাজে
মল্লিকা আর শিউলী সনে
শিশির কনায় ভেঁজে।


মাঠে মাঠে সোনার ধান
হেমন্ত এলে পাকে
সুখের স্বপ্ন দেখে কৃষক
আনন্দ ভরা বুকে।


কাটবে ধান বেচবে হাটে
অভার যাবে দূরে
আসবে নবান্ন সুখ বিলাতে
প্রতি ঘরে ঘরে...।।